যেমন করে চাঁদ ক্রমশ পূর্ণতা পায় পূর্ণিমায়।
ঠিক তেমন এ মহাজীবন পূর্ণতায় পৌঁছে যায়।
কতটা তুমি আশা করে এসেছিলে পৃথিবীতে।
কতটা পেলে শীত বর্ষা সুখ দুঃখ রাতে।
হিসাবের খাতা কত কিছু আঁকা হিজিবিজি।
বলতে পারা যায় কি খুব সোজাসুজি!
ঝরনার জল বয়ে বয়ে যায় সেই নীল সাগরে।
পাল ছেঁড়া হাল ভাঙা নাবিক ঠিক পৌছাবে তীরে।

ভাবছো এত শক্ত শক্ত কথা কেন তোমায় শোনায়।
আসলে পাখির ডানা এখন শান্ত সমাহিত হতে চায়।
পিপীলিকা ও পথ চিনে চিনে বাসায় ফেরে।
মন বড় উচাটন এই প্রবাসী কবে যাবে ঘরে?
ঘর যে তার অনেক দূরে সেই বেণীমাধবপুরে।
ঘরে ফেরার গান বাজে কাছে দূরে সুরে সুরে।