ছেলে মানুষী হোক আর মেয়ে মানুষী,
ঝগড়া বাদ-বিতন্ডাতে শেষ হয়েছিল সম্পর্ক ।
বেশ কিছু দিন বছর পরে...
আবার তাদের দেখা এক মিলন উত্সবে ...
কি হবে?  কি হতে পারে ?


দেবা ইশাকে অন্যান্য বন্ধুদের সাথে,
গল্প করতে দেখে থমকে গেল।
কারণ বুকের ভিতর কেমন চিনচিন ব্যথা ।
ঠিক সেই মুহুর্তে ইশা'র চোখ;
তার চোখে মিলে যেতেই বিদ্যুতায়ন!


দেবা কবিতার অনুরোধ ফেলতে পারলনা।
শুরু করল দুরু দুরু বুকে একটা কবিতা
       ''তাহার নামটি রঞ্জনা''
যখন শেষ করল পাশে ইশা কবিতার পথ ধরে...
সব আলো... সব চোখগুলো ...ওদের দুজনার দিকে;
অপরূপ এক প্রজাপতি মুহূর্ত...