ওরা বাঁচবার জন্য পরিযায়ী ছিল ।
ওরা খেতে না পেয়ে পরিযায়ী ছিল ।
ওরা বাঁচবার জন্য পরিযায়ী হয়েছিল ।
ওরা স্বপ্ন দেখবে বলে পরিযায়ী হলো ।


ওরা কাজ হারিয়ে থমকে গিয়েছিল ।
ওরা দেশের হয়ে ও দেশের ছিলনা ।
ওরা পেটের খিদেতে ঝলসে যাচ্ছিল ।
ওরা আপন ঘরে ফিরতে চেয়েছিল ।


ওরা মাথায় বোঝা নিয়ে পথ হাঁটছিল ।
ওদের হাত সন্তানের হাত ধরেছিল ;
ওদের ক্লান্ত শরীর বিশ্রাম চেয়েছিল ;
ওরা এখন চির-বিশ্রামের দেশে গেল।