ঘুম ভেঙে গেছে কোন অজানাকে জানতে কে যেন অপেক্ষমাণ।
ফিরবে প্রিয় এই পথে তাই কোন সে শবরী আছে প্রতীক্ষমাণ ।
ঘন ঘন বিদ্যুত ঝলসানি গুরুগুরু রবে কে যেন গর্জায়মান ।
চিনি না তারে চিনিতে না পারি মগজে কার মুখ দোলায়মান ।
এলোমেলো কালো কেশরাশিতে অবিরত কে যেন ঘূর্ণায়মান ।
কাল যে ছিল শান্ত স্নিগ্ধ স্বচ্ছ অস্তে গেল যে রবি দক্ষিণায়ন ।
প্রহরায় ছিল যে দুই বৃক্ষ সবুজ পত্রে পত্রে অনন্য সবুজায়ন।
আজ ওরা তোমার রোষে গর্ব খর্ব হয়ে পথে পড়ে ধুলায়মান ।