মানুষের হৃদয় পুড়ছে
গন্ধ পাচ্ছি, ঘরে বাইরে, কাগজে... মিডিয়ায়
কেউ কেউ হাসি আর তামাশায়
ঢেকে দেবার চেষ্টা করে যাচ্ছে নিরন্তর।
মানুষের ধ্যান ধারনার বিপরীতে ছুটছে
দেশ কাল পাত্র আর জ্ঞানি গুণী জন।
ত্র্যহস্পর্শে পুড়ে খাক হচ্ছে স্বপ্ন
জনসাধারণের টিকিটে টিকিধারীরা
দাবা খেলছে সাদা কালো পণে।
ঘোড়ার আড়াই চাল লাথি মারছে ক্রমাগত
মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র আশায় উঠছে বালুঝড়।
নৌকার পালে এলোমেলো বাতাস
উদ্দেশ্যবিহীন পথে দুড়দাড় বেগে চলছে।
গজের আইনি চাল ক্রমশ আস্থা হারিয়ে ফেলছে
মন্ত্রীর বেশরম চালে তিলে তিলে গড়া বিশ্বাস
মুখ থুবড়ে কেঁদে কেঁদে ফিরছে।
দিশাহীন একটা পরিস্থিতি থাবা উচিয়ে রেখেছে।


অন্ধ দুচোখে আতঙ্কের ছবি সেঁটে দিয়ে
দিব্যি চলছে জনসাধারণের দরবার।
তুমি আমি আমরা সবাই বেজায় বেবাক।
প্রকৃত আলোর খোঁজ কি কেউ দেবেনা!