প্রতি প্রশ্নের উত্তর আছে ;
উত্তর একটা আছে। অবশ্য আছেই ।
ভুল উত্তর অনেকগুলো, ঠিক উত্তর মেলে একটাই ।
কিছু উত্তর নক্ষত্রপুঞ্জে হারিয়ে যায় ;
কিছু ঘুরে মরে গোলকধাঁধায় ।


কিছু প্রশ্ন চিরন্তনী প্রতিবাদ হয় ;
জবাব দিতে একধরনের অসহ্য অস্বস্তি ।
চক্ষে ঝরে আগুন, আঙ্গুলের ডগায় উন্নয়নবিরোধী ।
প্রশ্নকর্তা বিস্ময়কর বেবাক এক কালপুরুষ ।
তাঁর কন্ঠরুদ্ধ চারদেয়ালের অন্ধকারে।


কিছু প্রশ্ন ফুলফোটার মত সহজ।
নিঃশব্দে বিকশিত হয় নিরবে ঝরে যায় ;
গর্বের উত্তর রেখে যায় প্রতি বীজের ঘুমন্ত কোষে ।
পর্যাপ্ত সময়ে ধারণ করবে স্বমূর্তি ।
প্রশ্ন-ঝিনুকে সুপ্ত উত্তর-মুক্তো ।