অরণ্য থেকে যে নারী উঠে এলো
তার প্রতিবাদে আকাশ মুখর।
হত্যা করেছ তোমরা দাউদাউ দাবানলে
আমি চাই প্রতিকার।

নদী থেকে যে নারী উত্থিত
তার শতছিন্ন মলিন বসন কালিমালিপ্ত।
চিররুগ্ন হস্ত মুঠিতে সে প্রতিবাদ জানায়,
বিকৃত লালসায় ধর্ষিত, চায় প্রতিকার।

জমি থেকে যে কুমারী উঠে দাঁড়ায়
চোখে মুখে যার তীব্র আতঙ্ক ছবি
নিত্য আকালের ফসলে সে জর্জরিত।
সেও সামিল প্রতিবাদী প্রতীক চিত্কারে।

আবর্জনার স্তুপে মৃত সদ্যজাতার
সুতীব্র ক্রন্দনে পাড়া সরগরম।
কাকের চঞ্চুর সাথে দেখে অসম লড়াই।
বারংবার লাথিতে জানায় প্রতিবাদ।