কাল রাতে তোমায় দেখেছিলাম
স্বপ্নের মতন বাতাসে ভাসছিলে ।
জোত্স্নার মতন সারা শরীরে ওড়না
মুখ জুড়ে ছিল অভিনব হাসির ঝিলিক ।
তোমার তর্জনী আমার কপাল ছুয়ে যায় ;
অচেনা এক পরিবেশ মুহুর্তে রচে গেলে ।


আমি তখন ধ্বংস হয়ে যাবার পূর্বমুহুর্তে ।


বক্ষ জুড়ে যত কথা ঝলসে উঠতে গেল ।
আমার অস্থির ঠোটে কোমল ঠোটের উপস্থিতি ।
আমার বেদুইন দুচোখে ভালবাসার প্রেক্ষাপট
আমার গতিহীনতাই অপ্রতিহত দুরন্ত আবেগ ।
আমি নই এই জগতের কেউ,এ যেন অন্যজগত
হাত বাড়িয়ে ধরতেই ভেঙ্গে চুরমার হয়ে গেলে ।


আমি তখন ধ্বংস হয়ে যাবার পূর্বমুহুর্তে ।