হে পুরুষ
কিসের গর্ব কর, বিড়াল তপস্বী হয়ে।
কিসের অহঙ্কার
যদি না রক্ষা করতে পারো স্ত্রী জাতিকে।


কিসের দম্ভ নারী শরীর ক্ষত বিক্ষত করে।
যে নারী তোমায় জন্ম দিল সে তোমার মা
যে নারী রাখী বেঁধে দিল সে তোমার বোন।
যে নারী তোমায় শিক্ষা দিল সে যে শিক্ষিকা
যে নারী আজীবনের সঙ্গী হল সে তোমার স্ত্রী
যে নারী তোমার ঔরসে জন্ম নিল সে যে কন্যা ।
কতবার কতরূপে স্ত্রী জাতি কে তুমি পাও


তবু ও তোমার ভিতরে দানব জাগ্রত হয়।
তোমার আঁচড়ে কামড়ে ওরা হয় লাঞ্ছিত
তুমিই কালেভদ্রে কর অধিকার থেকে বঞ্চিত
সম্মান দিতে শেখনি বার বার করেছ অগ্নিপরিক্ষা
তুমি নও সে মহাপুরুষ, তুমি খুব সামান্য  
তুমি নিতান্তই এক কাপুরুষ।