কোরকে তোমার ডাক শুনেছি  
      সুপ্তি ভেঙে সাড়া দিলাম।
আবার এই জনমের সার্থকতা
      আমি রোমাঞ্চিত হলাম।
বললে, এবারে বিকশিত হতে
     শান্ত সমীরে বিকশি'লাম।
সূর্য্যকিরণ থেকে সোনারঙ নিতে
        সোনার রঙে রাঙলাম।
বললে,সূর্যের দিকে চেয়ে থাকো
          উদয়স্ত চেয়ে থাকলাম।
সৃষ্টির গান শুনতে বলেছিলে,
     সে গানে সৃষ্টির বীজ বুনলাম।


অন্ধগুহার অন্ধকারে আলোর ডাকে
          দুই চক্ষু মেলে দিলাম ।
বললে, সামনের বাধা ডিঙিয়ে যাও
          খরস্রোতে এগিয়ে গেলাম।
চাঁদের বুক থেকে জোত্স্না ক্ষরণ
         রুপালী ধারায় মেখে নিলাম।
বলেছ নিতে পায়েতে নুপুর ছন্দ,
        মুক্তি নেশায় ভেসে গেলাম।
বুকের ভিতর অচেনা উজান সঙ্কেত
        প্রেমানলে পুড়ে গেলাম ।
জুড়াবে জ্বালা সিক্ত হয়ে সাগর জলে
        তাই মোহনায় মিশে গেলাম।