উন্মুক্ত একটা আকাশ তোমার জন্য রেখেছি
আমার জন্য ধুলোখেলা দিন এনে দিও  ।
নিরলস ভাবে বসিয়ে গেছি গাছের চারা,
প্রতি পাতায় পাতায় ক্লোরোফিল এনে দিও।


বৈশাখী ঝড়ে উড়িয়েছি বৎসরের আবর্জনা
কাজল কালো মেঘ এনে বৃষ্টি ঝরিয়ে যেও।
বাঁশের বল্লম পাতা সরিয়ে সন্ধ্যা এনে দেবো
তুমি জোনাকি আলোয় আসর সাজিয়ে যেও।


রডড্রেনড্রন পায়নি এনেছি একটা রক্তগোলাপ
কাঁটা ফোটা রক্ত আঙ্গুলে কোমল নজর দিও।
অনেক পথ ঘুরে ঘুরে এনেছি মৌসুমি বায়ু  
নীল শাড়ির প্রান্তটুকু বাতাসে উড়িয়ে দিও।


চাঁদের জ্যোৎস্না ধরে দুহাত ভরিয়ে দেবো
তাই দিয়ে অঙ্গে তোমার লজ্জা সাজিয়ে রেখো।
ফাগুন রাতের প্রতি প্রহর তোমায় দিয়ে দেবো
শুধু জ্যোৎস্না পুড়িয়ে আমায় জাগিয়ে রেখো।