আসো'না নয়নে আসো ঘুমের দেশে স্বপ্নমাঝে
             কপালেতে হাত রাখো ।
আমার এখন জ্বর, দারুন রকম জ্বরে কাঁপছি
             পারদ ছুঁয়েছে বিপদসীমা।
এলে কোথা থেকে? তোমার শরীরে বৃষ্টিগন্ধ
             ছিলে বুঝি মেঘের দেশে ।
মনে আছে বলেছিলে, এনে দেবে পারিজাত
             এখনো কি সে ফুল ফোটেনি ।
তুমি ও চমকে চমকে উঠছো বিদ্যুত চমকে
             কেউ কি নিতে আসছে।
জোনাকিরা ও ফিরে গেছে একলা রেখে
              চিলেকোঠার ঘরে শুধু আমি ।
অস্থির পদচারণা বলছে তুমি ভীত চঞ্চলা  
              আর লুকোচুরি ভালো লাগেনা !
চলে এসো ইমন কোন তাড়ানার সুরে
              এই হৃদয়ের বেলাভূমিতে ।