এখন আর চোখের জল নয়
এখন অন্তরে যতটুকু আগুন আছে
এবারে বোধ হয় জ্বালবার সময় হয়েছে ।


এখন আর কোন স্বান্তনা নয়
এখন চোখের জলের শুকনো পথে আগুন
এবারে দাবানলের মতন চারিদিকে ছড়িয়ে পড়ছে ।


একটা স্বপ্ন দেখার দিন শেষ করেছে
জীবন্ত আলো নখে দাঁতে ওরা নেভাতে চেয়েছে
একদল মানুষ নিভন্ত আলো আঁকড়ে প্রতিবাদ করছে ।


একটা ইচ্ছার শেষ ওরা জুজুর ভয় দেখায়
একটা মৃত্যুর শেষে মেরুদন্ডে ভর করে মানুষ উঠে দাঁড়াচ্ছে
প্রশ্রয়্কারীরা সাবধানে থাকুন, মুক্তির দিশারীরা রাস্তায় নামছে ।