না বললে কি করে যায় বলতো !
ফুলের উত্সবে, নিজেকে রাঙাতে পারবনা।
মাখতে পারবনা ফুলের রেণু
ঘ্রাণ নিতে পারবনা ফুলের সৌরভ ...
হতে চাইনা রবাহুত ...


না ডাকলে কি করে যায় বলতো !
গানের জলসাঘরে, সপ্তসুরে সাজাতে পারবনা।
অবগাহন করতে পারবনা সুরের ধারায়
নির্যাস নিতে পারবনা মঞ্জীরধ্বনি'র
অন্তর্কথা অন্তরে রাখি...


না বার্তা দিলে কি করে যায় বলতো !
কবিতা অঙ্গনে, নিজেকে চিনতে পারবনা।
শব্দ-ব্যঞ্জনা'র আনাচে কানাচে পথ হারাব,
ফিরতে পারবনা বাস্তব মঞ্জিলে
শুধু প্রজা হতে চেয়েছি রাজার কাছে ।
যে অকৃপণতায় দিতে পারে সেইতো রাজা;
আর যে শুধু নেয় সেতো নিতান্ত এক প্রজা ;
তবু কি স্পর্ধাতে ফাগুন চাইছি ?