শ্রাবণের ধারার মতন বয়ে যায় তব কথামালিকা
সেই বাণী সেই সুরে সেই ছন্দে নাচে মেঘবালিকা ।
বৃষ্টি সিনানে ভিজে ভিজে নুয়ে পড়ে ফুটন্ত হাসনুহানা
মন যেন কেমন করে প্রিয়া পরবাসে অতৃপ্ত বাসনা ।
পাখির পাখনা ঝেড়ে উদাস নয়নে দেখে যে বরিষধারা
চরণচিহ্ন ধুয়ে মুছে যায়, সুদূরেতে চলে গেছে যারা।


অমন ঘনঘন গর্জনে কে যায় নীলাম্বরী অভিসারিকা
জলধারায় মিশে যায় অলক্তক, পড়েছ যুথির মালিকা ।
কদম্বের সুবাস ধায় বৃক্ষতলে তার পাঁপড়ি ঝরে পড়ে
অপেক্ষা করে বুঝি কেউ কোন সে জীবনানন্দের তরে ?
সিক্ত বসনে অঙ্গ পরশনে ক্ষণে ক্ষণে জাগে কি শিহরণ ;
যামিনী অবসান হয়ে আসে পুবেতে আভাস রবি কিরণ ।