আমার প্রথম প্রেম-কাব্যের
    রহস্য তুমি উন্মোচন করবে।
সূত্র রেখে যাব বৃষ্টির ফোটায় ফোটায়।
নদীর গতি মেপে বুঝে নিও সুত্র ওখানেও
ঝরা বকুলের গন্ধেও পেতে পারো
ধানের শিষে যে মধু জমেছে
       সেখানেও কিছুটা পাবে।

বাঁকা হয়ে রোদ্দুর যখন
    শেওলাধরা পুকুরের সিঁড়ির ধাপে।
একটু করে কুয়াশা ছড়িয়ে সন্ধ্যা ঘনাচ্ছে সেইক্ষনে।
রহস্য থাকবে জোনাকির জ্বলা নেভায়।
নীড়ে যে পাখীর সঙ্গী ফেরেনি, তার ভাবনায়।
  আমার প্রেম কাব্যের রহস্য-উন্মোচন
       তুমিই পারবে, সুত্র তোমাকেই দিলাম নন্দিনী।