ভাঙ্গা আয়নার টুকরোগুলো সব জড়ো করেছি ।
একটা টুকরো যেন উবে গেছে খুঁজে পেলামনা ।
       ওটা যে কোথায় গেল! জানিনা!
সবটাইতো এইখানে এই ঘরে পাওয়া উচিত ছিল;
হাত বুলিয়ে মেঝেতে খুঁজতে থাকি নিশ্চয় পাবো।
       যন্ত্রনায় ককিয়ে উঠলাম ! রক্ত !
টুকরোটা যথাস্থানে বসিয়ে মুখ দেখার চেষ্টা করছি ;
সবকটাতে তোমার বিভিন্ন ভঙ্গীর ছবি ফুটে উঠছে ।
        অবাক হয়ে গেলাম ! অসম্ভব!
সব আলো জ্বালিয়ে নিভিয়ে অনবরত পরখ করি
প্রতিবার সবকটায় ফ্ল্যাশব্যাকের মত তোমার মুখ;
        একটাতে আমার মুখ ! রক্তাক্ত!