মনের রঙে রঙ মিলিয়ে দাও
আলোর দিকে ছুটুক বাতাস।
নদীর বুকে ঢেউ জাগাও
বদ্ধ ঘরে হৃদয় হাঁসফাঁস।
ওই যে পাহাড় আকাশ পানে চায়
ওই যে আকাশ মাটির কথা কয়।
ওই যে মাটি ফসলের গান গায়
ওই যে ফসল ভুখ মিটিয়ে যায়।
এসো সবাই বৃষ্টির গান গাই
বঞ্চিত মুখে সিঞ্চিত করে যাই ।
আলো ফুটুক পাখী ডাকুক
নতুন দিনের স্বপ্ন বাঁচাতে চাই।