আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
আমাকে এবার মুক্তি দেওয়া হোক।
আমার দু চোখে আঁধার নেমে আসছে
উন্মুক্ত পাখিকে এবার উড়িয়ে দেওয়া হোক।
আমার হৃদপিণ্ড ক্রমশঃ নিস্তেজ হয়ে আসছে
শেষবারের মতো শ্বাস নিতে দেওয়া হোক।


আমার রঙ কালো আমিও স্বপ্ন দেখি;
আমার রক্ত লাল বাঁচতে আমিও ভালোবাসি।
আমার ঘরে পরিবার পথ চেয়ে বসে আছে
আমার প্রেমিকা ভুট্টাক্ষেতে আছে অপেক্ষাতে।
যদি আমার রক্ত ঝরে,আগুন ঝরবে পৃথিবীতে,
যদি আমার মৃত্যু ঘটে, ঝড় উঠবে বাতাসেতে।
মাটির গর্তে লুকিয়ে কি বাঁচাতে পারবে প্রাণ?
মৃত্যুভয় তোমারও আছে তুমি নও সেই মহান প্রাণ।
সাদা শরীরেও যে রক্ত লাল আমরা তো জেনে গেছি।
আজ পাঁজর ভাঙ্গার শব্দ শুনতে আমরা সব্বাই জেগে আছি।


মানবিকতার লজ্জা অহংকার রাজপথে লুট হয়।
সাদাকালো ছবি যুগে যুগে এখনো দেখতে হয়।