তোমার রঙে সেজে উঠি, হয় নীলাম্বরী নয় রহস্যময়ী কোন নারী;
তরঙ্গিণীরা এ দেহেতে হয় বিলীন, করে দিতে চায় লাবণ্যময়ী;
সূর্যের প্রখর দাবদহনে সুষমা হারিয়ে ক্রমশ হই লবনাক্ত ;
এতই লোনা যে পানেরও অযোগ্য, ত্রিস্থলে অভিষিক্তা;
শৈবালে শ্যামসম প্রাণীকুলের জলজ জীবন ভুমিকায় ,
সিগালের ডাকে উচাটন বক্ষজুড়ে চন্দ্রচ্ছায়া ।
সভ্যতার নেকনজরে আভরণ লুণ্ঠিতা !
হারিয়ে ফেলছি উৎকর্ষতা ।
ক্ষমীয় সাগরিকা'রে
প্রিয়তম।