আমি জানি তোমার প্রেম গভীর হলে
ওই পদ্মকলি দুচোখে বোতাম ফুলের রঙ ধরে।
শরীর তখন হয়ে যায় নিটোল একটা ইছামতী
দূর নীল আকাশের একলা ওড়া চিল
তোমার বুকে আপনমনে ছবি এঁকে যায়।


বুঝি, তখন তোমার প্রেম চাক ভাঙা মধুর মতন গাঢ়।
তোমার নিবিড় অশরীরী প্রেমের উপাখ্যান
পাঠের জন্য আমায় নিঃশব্দে দিয়েছ আন্তরিক আমন্ত্রন।
কাগজের মতন হৃদয় তখন টুকরো টুকরো
হয়ে ছড়িয়ে পড়ে তোমার পবিত্র স্বছ জলে।


বুঝতে পারি নিদারুন গভীরতায় ডুবে যাচ্ছি...
অথচ কোন কষ্ট নেই যন্ত্রণা নেই
নিজেকে নতুন করে চিনে নেবার
এ যেন এক নৈসর্গিক সাজঘর।
নিজেকেই নিজে প্রশ্ন করি -এই কি সেই রসাতল!
এখানেই আমি ডুবে মরে যেতে রাজী।
বার বার এমন অমরত্ব পেলে
মমির মত চিরতরে রয়ে যেতে পারি।