শুধুমাত্র
অমোঘ সময়
থমকে পিছু দেখেনা
এগিয়ে চলে কোন সুদূরে
নদীর কুল কুল ধারার মতন  
আমি তুমি আপন পর কেউ নেই
কি এক চলার নেশায় তার বৈরাগ্য বেশ
কোন সুদুর অতীত হতে বর্তমান ছুঁয়ে কোন ভবিষ্যতে
ধুলি ধুসরিত চরণে ক্লান্তিহীন ঋজু অবয়বে প্রশান্তি রেখা আননে
এমন আবেগহীন করে প্রকৃতি তোমারে সৃষ্টি করেছে কোন কর্মফলের আশে?