নদীর যেমন এক পাড় ভাঙ্গে অপর পাড় গড়ে ।
আমার আশা আকাঙ্ক্ষার আস্ত একটা জীবন ।
তেমনি করে ভাঙ্গে আবার গড়ে।
গর্ভকাল শেষে শিশুকাল তারপর কিশোরবেলা,
তারপর ভেঙেছে আর ভেঙেছে
গড়ে যেতে পারিনি কিছুই ...
আফসোস আছে এক পাহাড়।
হাসির বিনিময়ে জমিয়েছি কান্না
সুখের বদলে নিয়েছি দুহাত ভরে দুঃখ।
পারের পারানি বলতে হাতে আর কিছুই নেই।
জীর্ণ একটা শরীর প্রায় মৃত একটা জীবন।
হলুদ রদ্দুরের মতন পড়ে আছে জানালার কার্নিশে।


একদিন চলে যাব অন্য কোথাও
কাউকে কিচ্ছু না বলে...
কেউ জানবেনা প্রজাপতি কোথায় হারিয়ে গেল।
কেউ জানবেনা নদীটা কোথায় পথ হারাল।
নিভে গেছে প্রদীপ। বুক পুড়ে যাওয়া সলতের
গন্ধ রয়ে গেছে আনাচে কানাচে।


একদিন সত্যিই ফুরিয়ে যাব দিনের আলোর মতন
অন্ধকারে হারিয়ে যাব,আর ফিরে আসবনা
কারোর ডাকে আর সাড়া দেবনা।