এত আলো রেখে কোথায় চলে গেলে।
তোমায় কেন অস্পষ্ট থেকে অস্পষ্ট দেখি।
পিছনে তোমার কুয়াশারা ধাওয়া করছে
শব্দহীন শব্দে তোমায় কতবার ডাকলাম।
             তুমি সাড়া দিলেনা।


বলতো কে তোমায় অবেলায় ডাক দিয়েছে
বাইরে এখন মুষলধারে বৃষ্টি ঝরে চলেছে ।
ঘন ঘন বজ্র আর বিদ্যুতের আলোর ঝিলিক
কারোর কথা না ভেবে ভিজতে ভিজতে অজানায়;
              তুমি সাড়া দিলেনা।


সেদিন কথায় কবিতায় ছিলাম আলোর দেশে
তুমিই সারথি। তোমার হাতেই ছিল কালের রশি।
কেউ গেয়েছি গান কেউ কবিতা কেউ আলোচনা
তোমার কথা আমরা কেউ কিন্তু অমান্য করিনি।
             তবে কেন এমন সাজা দিলে?


আলোর ছটা আর বৃষ্টি মেখে হারিয়ে গেলে
ধীরে ধীরে কেমন ঝাপসা হয়ে গেল ক্যানভাস।
বুকের ভিতর সারেঙ্গিটা একটানা বেজে ছলেছে
স্মৃতির গন্ধ রেখে আগুন ছুঁয়ে ছুঁয়ে ফুরিয়ে গেলে।
             অনেক অভিমান? তাই কি সাড়া দিলেনা!



*** কবি অচিন্ত সরকার ( পাষাণভেদী ) স্মরণে আমার আজকের কবিতা।  কবির অকাল প্রয়ানে আমরা স্তব্ধ।