পূজো আসি আসি করে এসে গেল ।
কাশ ফুলের দোলা মনকে দুলিয়ে যায় ।
শিউলি ফুলের গন্ধ মনকে ভরিয়ে দেয়।
আকাশে সাদামেঘের ভেলা ছুটি পেয়েছে।
তবু মন যেন কেমন ভারাক্রান্ত ,
     সেটা কি তুমি নেই বলে ?


মাছরাঙ্গা কাজ বন্ধ করেনি ঝুপ করে মাছ ধরে
বাঁশ বনের আড়াল থেকে পূর্নিমা চাঁদ ওঠে ।
হাঁসেরা হেলে দুলে ঠিক ফিরে আসে ঘরে
কই দেখি কি এনেছ আমার জন্যে নতুন জামা!
তবু মন যেন কেমন ভারাক্রান্ত ,
     সেটা কি তুমি নেই বলে ?


তুমি থাকলে তোমার জন্যে শাড়ি আনতাম
আনতাম সুগন্ধী তেল আর চন্দন সাবান ।
আলতা সিন্দুর নিজের নয় কারোর জন্য
তোমার ভাল লাগতো উত্সবে কেউ পরুক।
তবু মন যেন কেমন ভারাক্রান্ত ,
     সেটা কি তুমি নেই বলে ?


এখনো ছবির ভিতর থেকে সব দেখো নাকি ?
তাই কি সব অগোছালো নয় ঠিক ঠিক আছে !
খেতে গিয়ে মনে পড়ে রুপালি রঙের জল ফসল
ইলশেগুঁড়ি বৃষ্টিতে অনেক বাজারে এসেছিল ।
এবারে তোমাকে ছাড়া পুস্পাঞ্জলি দিতে যাব
সতত স্মৃতিতে থেকে যেও মা এমনি করে ।
মন হটাত ভালো হয়ে গেল কেন জানো ?
      বলেছিলে যে তোদের সাথেই থেকে যাব ।