বলছি।
চলে যাচ্ছি।
অন্য এক কোথাও
দেশের অন্য এক রাজ্যে;
অচেনা ভাষা অন্য জল বায়ু ।
দেখে নিতে শুনে নিতে বুঝতে হবে।
সাথীর অমৃত ফল মেলে যদি ক্ষতি কি?
বাঁচার ইচ্ছাতে যে মানুষ এগিয়ে চলে তাঁর সাথী।
সুজনের নাকি অনেক বন্ধু; তাই ফিরবনা জানি শুন্যহাতে।
কাগজ কলম কবিতার সাথে কেউ কেউ হবে নতুন সাথের সাথী।