কতটা পথ পেরিয়ে এলাম জানিনা
এখনো সামনে রয়েছে বিস্তর পথ।
কতটা পেলাম মানুষের ভালবাসা জানিনা
সাথে থেকেছি হাতে রেখেছি হাত।
যেখানে যখন যা ছিল প্রয়োজন
সাধ্যমত তায় করেছি আয়োজন।
অজান্তে যদি ভুল ত্রুটি হয়ে থাকে
ক্ষমা করে দিও যত আমার প্রিয়জন।

ঝড়ের রাতে পথ খুঁজে খুঁজে ফিরি
তুমি তো বন্ধু সাথে ছিলে পাশে ছিলে।
পাতাঝরা অরণ্যে আমি এক দিশাহারা
হাহাকার গাঢ় নীলে ধ্রুবতারা হয়েছিলে।
অসহায় অবস্থায় তুমি আছো কোথায়
চিনচিন ব্যথা খুব কি গভীর হৃদয় খানখান।
ঝড়ের বেগে যাবো যোজন পথ পেরিয়ে
আস্থা হয়ে শয্যাপাশে থেকে যাবো অনুক্ষন।