চলে গেল সে
অভিমানী অভিমান শেষ করে চলে গেছে।
যাব যাব যাব করে আর যাওয়া হয়নি।
নাহ আর কোনদিন যেতে হবেনা।
সেও হয়তো পথ চেয়ে চেয়ে রাত্রি জেগেছিল।


আসলে, তাঁর চোখের ভাষায় ছিল বিস্ময়
জিভের ডগায় ছিল গভীর ভার
চলা ফেরায় এসে গিয়েছিল স্তবিরতা।
আলো আঁধারের তফাৎ বুঝতনা
চেনা অচেনার পাঁচিল কবেই ভেঙেছিল।
মগজের সুক্ষ কারুকাজে
কখনো সখনো ফিরে আসত।
তখন চনমন করে
কি যেন কাকে যেন সে খুঁজত ।
চোখে এসে যেত বৈতরণী ধারা।


এবার শান্ত হয়ে গেছে সরোবর
নীল পদ্মের মতন ফুটে আছে একটা মুখ।
নাহ আর কোন কষ্ট নেই যন্ত্রণা নেই
একরাশ শান্তি নিয়ে এসেছে আগুন
সবটা তাঁর নিয়ে যাবে দুরের কোন দেশে।