একটু একটু আগুন, দাবানল হয়ে যায় কখন ?
যখন একটু একটু যন্ত্রণা জমে হয় তীক্ষ্ন বাণ ।


ভাবনাগুলো জড়ো হয়ে কখন নদী হয়ে যায় ?
যখন তুমি নিশীথ তমসা থেকে আসো আলোয় ।


সম্পর্করা নিঃশব্দে কখন ভেঙে টুকরো টুকরো হয় ?
যখন স্বার্থ আর অহংকার চিনের প্রাচীর হয়ে দাঁড়ায় ।


কখন যে একটু একটু করে ফুলেরা হয় বিকশিত ?
না'দেখা বাতাসেরা দোলা দেয়, তখনি হয় মুকুলিত ।


গানের কথা সুরে তালে কেন যে তোমায় মনে পড়ে ?
বুঝি সে'গান মিশে গেছে,শরীরে রোদ বৃষ্টি আর ঝড়ে ।


রোজ ফেরিওয়ালা'দের বলি আছে নাকি ছেলেবেলা ?
ওরা মৃদু হাসে আর বলে, আমিও খুঁজি সে ধুলোখেলা ।