বুকটা ভরে গেল
তোমার স্নিগ্ধ আলোর সন্ধান নিয়ে
যে কথাকবিতা-গুলো তুমি নাগাড়ে বলে গেলে;
সেসব কিছু ছুঁয়ে গেল আমার শুষ্ক তীরভূমি।
হয়তো আমি এক আলোকবর্ষ তৃষিত ছিলাম।
মুহূর্তে আমার জল্লাদ চোখদুটো ভিজে গেল
আমি ভাবলাম বুঝি
এতো রক্ত এলো কোথা থেকে...


তুমি যেন কোমল হাত বুলিয়ে বলতে থাকলে
কই নাতো! এ তোমার চোখের জল।
জানো! কেউ কেউ এমন কথা শুনলে
শ্রাবণধারার মতন বৃষ্টি হয়ে যায়,
অঝোরে অবিরাম বৃষ্টি হয়ে ঝরতে থাকে।
ও তখন নিজেও জানেনা কখন সে নিজেই
সৃষ্টি করে ফেলেছে, আমাজনের বৃষ্টি অরন্য।
এতো সবুজের আভাতে চোখ জুড়িয়ে যায়
জীব জগতের এই সৃষ্টির বাতাবরনে
তুমিও কখন হয়ে যাবে অমৃতধারা।
তুমি নিজে ও জানতে পারবেনা।