জীবন এখন হয়ে গেছে মজে যাওয়া এক নদী
স্রোত প্রায় নেই বললেই চলে।
শত ধারায় তবুও কষ্টে এগিয়ে যাই।


এখানে ওখানে যত্র তত্র গজিয়ে উঠছে
হঠাৎ হঠাৎ নতুন নতুন স্মৃতির চর।
এক একটার গতি প্রকৃতি এক একরকম।


কি জানি কোথা থেকে ওরা আসে।
বাসা বাঁধে কিচির মিচির ছানাপোনার কোলাহল।
সময় গড়ালেই নিস্তব্ধ নিরালায় একা থাকা।


কোনটা সবুজ কোনটা খয়েরী
কোনটা আবার শিয়ালকাঁটায় ভরা।
হুহু বাতাসের দোলা,কাঁটায় কাঁটায় ক্ষত।


ফুলে ফুলে রং পাল্টায়। ফুল থেকে বীজ হয়।
নতুন কিছুর উদ্ভাবনের আশায় আকাশ জাগে।
আমার অপেক্ষা শুধু রাত্রি দিন
এই বুঝি আসে সেই শঙ্খচিল।