হয়েছে সময় আবার,  
এইতো সময় ঘুরে দাঁড়াবার।
ডিঙিয়ে এসেছি পাহাড়
সামনে ঝঞ্ঝা পারাবার।
খুঁজিনাকো পথ পালাবার
কিইবা আছে হারাবার ?
মনেপ্রাণে চাই প্রতীকার
বুঝে নিতে নিজ অধিকার।
জবাব চেয়েছি কত শতবার
এখন সময় হয়েছে, উত্তর খুঁজে নেবার।


ছলনায় এসে বন্ধু বেশে
লুটছে এদেশ মুচকি হেসে।
বলছে দিচ্ছি আরও দেবো
খাও পিও জিও রসে বসে।
দাসের দাস ক্রীতদাস হয়ে
সুখসাগরেতে যাও ভেসে ভেসে।
এবার সহজে ছাড়বনা হাল
টান টান বুকে উড়াবো পাল
জবাব চেয়েছি কত শতবার
এখন সময় হয়েছে, উত্তর খুঁজে নেবার।


শরীরে রক্ত আছে কি লাল?
ভুলের মাশুল আর কতকাল!
চোখটা কি আর সত্যকে দেখেনা
ভান ভনিতায় প্রতিবাদ জাগেনা।
মুখের গ্রাসটা কেড়ে খায় যারা
আর যায় হোক বন্ধুতো নয় তারা।
যোগ্যতা মানে নিজ অধিকার
ফিরে পেতে বদ্ধ পরিকর।
সময় এখন মুখোশ খুলে দেবার
তাই মুখোমুখি আজ উত্তর খুঁজে নেবার।