ঝাঁ রোদ্দুরে লাল পতাকা উড়ছে
আকাশের নীলে কৃষ্ণচূড়া ফুটছে।
শ্রমিকের অশ্রু ঘাম, আজো মাটিতেই মিশছে,
রাত্রিদিন গোলকধাঁধায় মাথা খুঁড়ে সব মরছে।


দিনকাল আজ আরও বেশি বেসামাল,
দেবার বদলে কাজ, কাজ হয়ে যায় চুরি
         সব্বাই জানে কাহাদের বাহাদুরি।
ভাবি শ্রমিকেরা পেটে কিল মেরে
           ধরনায় আছে রাস্তায়।
ওরা যেন সব বে-হাওয়ায় উড়ে যায়
         ভিনদেশে ভোকাট্টা যত ঘুড়ি।


লাল পতাকায় শপথ ছিল আট ঘণ্টার কাজ
সময়ের বিধিনিষেধে, লাভের আগুনে আজ ।
জীবনের নিরপত্তা ওরা সবটুকু কেড়ে নিয়েছে,
বদলে যত যন্ত্রণা সব সাজিয়ে রেখেছে আজ।


ব্যরিকেড ভেঙে আনতেই হবে
           শ্রমিকের সেই সোনালী দিন ।
আবার ওঠবে কালবৈশাখী
        তুলকালাম ঝড় তুফান।
প্রাসাদ প্রাচীর হাতুড়ীর ঘায়ে
          হয়ে যাবে খান খান।
গাইতেই হবে নতুন দিনের গান
জীবনের জয়গান, লাল পতাকার সম্মান
ব্যরিকেড ভেঙে আনতেই হবে
           শ্রমিকের সেই সোনালী দিন ।