আজ মা চলে গেল
ঝন ঝন শব্দে তরঙ্গ ছড়িয়ে গেল
      দিক থেকে দিগন্তরে।
বিসর্জনের আড়ম্বর মোটেই ছিলনা
হটাত যেন বিনা মেঘে বজ্রপাত
      প্রাণ পাখী গেল উড়ে।  
মনের ঘরে আর একটা পাখী
মুক্তি চেয়ে শুধু ডানা ঝাপটায়।
   একলা ঘরে থাকি কি করে?
আজকের সকাল বিষণ্ণ রাতের মতো
মুখ মনে পড়ছে ফুলের রেণু'র মতো,
     স্মৃতির পাতারা পড়ছে ঝরে ঝরে।
জানি তুমি আর ডাকবেনা চেনা নামে
তবু ও কান পাতব ডাকের অপেক্ষায়।
      বার বার চোখ রাখব চেনা দরজায়।
এই যে চলে গেলে না ফেরার দেশে
কিছুইতো চেননা, যেতে পারবে তো?
পাশে থেকো প্রাণশক্তি হয়ে,
           শুধু ছবি হয়ে নয়।