দিন যায় দিন আসে
অমাশেষে পূর্ণিমা হাসে।
নিমেষে সমাধান সরল সমীকরণ
আধুনিকতার খনা বেশে।
কত এলো কত গেল
কথার পিঠে কথা ছিল।
এলো মেলো করা ঝড় এলো
রাত দুপুরে একি হোল
প্রিয়ংবদা দরজা খোলো।


এযে দেখি কামারপুকুর
না না এ হোল পুন্যিপুকুর।
যখন এসেছিলাম ধরাধামে
জগতের মঙ্গল ধর্ম কর্মে।
আমিও ছিলাম তুমিই ছিলে
দেবতার প্রসাদ দিয়ে গেলে।
এখন যে ঘোরকলি মন্ত্রকথা বলি
অবতার হয়েছি থেকে কানাগলি।