বুকের ভিতর ছিল একটা ভোরের সকাল
সকাল জুড়ে শুনবো শুধু পাখির কলরোল ।
কল্লোলিত থাকবে জানি একটা ছোট্ট ঝরনা
ঝরনার বুকে ছড়িয়ে থাকবে সোনা রোদ্দুর
সেই রোদ্দুর তোর মুখে আনন্দ গান গায় ।


সেই গান যে কেমন করে ঝরিয়ে দিল কান্না
কান্না কেন? ভয় পেয়েছিস! পৃথিবীতে জন্মে ;
জন্মেই মুঠি উর্দ্ধপানে উঠিয়েছিস! কি বিদ্রোহ !
বিদ্রোহ এখন ঘরে বাইরে নেই তো নিরপত্তা  
নিরপত্তাহীনতায় লড়ছি খোকা আজীবন ধরে ।


আজীবন মুখের দিকে থাকব চেয়ে আমৃত্যু
আমৃত্যু শোনাব ঘুম পাড়ানি দুঃখ জাগানি
জাগিয়ে দেব বুকের ভিতর নাগরিক মন্ত্রণা
মন্ত্রনাতে শিরদাঁড়া তোর বজ্রের মত টানটান
টানটান হোক জন্মদিনের এগোনোর শুভক্ষণ ।