কোথায় আছিস ? আর কত দুরে ?
তোর জন্য কত সময় অপেক্ষা করব বল !
আগেই তো জানিয়েছিস প্রায় এসে গেছিস ;
এখানকার বাস্তব অবস্থা বেশ যন্ত্রণা কাতর
যদিও প্রয়োজনীয় আয়োজন সবটায় পরিপাটি
তবু ও তোর একান্ত অনুপস্ত্থিতি
             কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না ।


চাইছি তোকে ভীষণ, হোক মেঘমুক্ত আকাশ;
ঘন ঘন বিদ্যুত চমক, আর মাঝে মাঝে গর্জন;
তোর ওখানে কি যানজটে রাস্তা খুবই জটিল ?
তুইতো জানিস,এমনটা প্রতি প্রভাতে হয়ে থাকে
বিনা রক্তপাতে একটা যুদ্ধ জয় করতে চাইছি !
তুই এলেই হবে অনন্য এক বরিষণ
                তখনি বলতে পারব শুভসকাল।