সেইতো আছে সকাল সাঁঝে
        সেইতো আছে বক্ষ মাঝে।
হৃদয় বীনায় তাইতো বাজে
     দুঃখ সুখের সকল কাজে।


ফাগুন দিনের পূর্নিমাতে
     মনে বসন্ত যে গান শোনাও।
একাকী বিরহী বরষা রাতে
       তোমার গানে বৃষ্টি ঝরাও।


আপন হতে বাহির হয়ে
       ঝড় বাদলের সাথে সাথী।
গর্জন শুনে বজ্রপাতের
       ভয়ের লাগাম ধরে মাতি।


এসো বৈশাখে থাকো বর্ষায়
        এসো হেমন্তে হাসো বসন্তে।
শুভ সুন্দর জীবনে মরণে
       তোমাতেই তুমি জেগে দিগন্তে।




*কবি সমীর প্রামানিক'কে  এই কবিতা উত্সর্গ করলাম ।