সন্ধ্যে হয়ে গেছে তারা ফুটছে আকাশে
মা এই মা শ্যামলী ঘরে ফিরেছে ?
তুলসিতলায় দীপ দিতে দিতে মা বলে
না রে খোকা সেতো ফেরেনি ।
তুই যখন জেনে গেছিস মা
তখন কেন আমাকে খবর দিসনি ।
আমি এখন কোথায় কোথায় খুঁজবো ?
গলায় আঁচল জড়ানো অবস্থায় মা বলে
কি করে বুঝব, ভাবছি এই আসবে আসবে
আসেনি অথচ আকাশের তারা ফুটে গেছে ;


তোর দোষ তুই আমার সাথে এখনি যাবি
বুড়িগঙ্গার দিকে ওখানে ও সারাদিন চড়ে ।
এখন ওখানে যাবি খোকা ! যাসনে
ওখানে বাঁশঝাড় বড় আঁধার তারপর...
ছেলে রুক্ষ মেজাজে থাক তোকে যেতে হবে না
আচ্ছা যাচ্ছি দাঁড়া লম্ফ জ্বালিয়ে আনি;
মা আর ছেলে শ্যামলীকে খুঁজতে যায় ।


ছেলেটা অনেকটা এগিয়েছে বাঁশঝাড়ের দিকে ,
মা হটাত দাঁড়িয়ে পড়ে কি জানি কি মনে করে
বাঁশঝাড় পেড়িয়ে গেলে তারপর বুড়িগঙ্গার তীর।
ছেলে দেখে মা তার পিছনে নেই অনেক দুরে
চিত্কারে বলে  @@ তুই আসবি কি আসবিনা!
আমাকে সাপে ভুতে খাবে তোর ভাল লাগবে ;
এই আওয়াজে কে যেন হুরমুড়িয়ে ছুটে আসে
মুখে তার পরিচিত ধ্বনি - ম্যা আ আ...ম্যা আ আ ...