কি জানি সবটা ঠিক মনে নেই
তবু কেমন স্মৃতির কুয়াশায় সে দিব্যি আছে বেঁচে
মাঝে মাঝে জাগিয়ে দেয়
এই ওঠো, আজ দুজনে চাঁদ দেখতে যাব
তুমি বলবে আমি শুনব
আমি বলবো তুমি শুনবে
নাহলে মুখোমুখি বসে চাঁদের জ্যোৎস্না মাখব
ইচ্ছা হলে মেঘের থেকে ডানা চেয়ে নেব
দুজনে দেবো মেঘের দেশে পাড়ি।


কি সব অবাস্তব কথা!
তুমি বলবে -দূর পাগলি সে সব আবার হয় নাকি?
হয়না আমিও জানি
তবু আমার যে ভাবতে ইচ্ছা করে তাই ভাবি;
তা'নাহলে তোমায় ঘিরে চন্দ্রমার মতো আছি কেন?


জানো আজ কোথাও বৃষ্টি হবে খুব জোরে মুষলধারে
সেখানে যেতে পারলে ভালো হতো।
অনেকদিনের অনেক ক্লেদ জমেছে অন্তরে
বৃষ্টি ভিজে আবার নতুন হতে চাই চাঁদের মতন
চাঁদ যেমন অন্ধকারে ফিরে যায় নতুন হতে।
আমি ও তেমন হব।
তখন যেন খুঁজো না আমায়।
মৃগনাভি নাভি কস্তূরীর মতন ভালবাসা রেখে যাব
সেই সুগন্ধি জড়িয়ে থাকবে সারা শরীরে
কিছুতেই আমাকে ভুলতে পারবেনা...,