এলো
সেই লগন।
এবং দখল করলো
হৃদয় রাজ্যে শুভ সূচনা ।
ভোরের আলো ফুটতে বাকি ছিল।
স্মৃতির দ্বারে করাঘাত ভাঙল ঘুমের রেশ,
ওঠো জাগো ইথার তরঙ্গে শোনো সুরের আবেশ;
কারা যেন জেগে আছে ওপারে, বলছে আমাদের ডেকেছ ;
ওদের চিনি, চেনা সম্পর্ক, উদ্বেলে বলি- এতদিন কোথায় ছিলে!
পিঠে তাঁহাদের অদৃশ্য হাত, ছিলাম! খুব কাছে নাড়ীর প্রতিটি স্পন্দনে!