মানুষ চলে যায়।
জানিনা কোথায় চলে যায়।
যাবেই যদি কেন স্মৃতিটুকু রেখে যায়।


ফেলে যাওয়া পথ জুড়ে
অছিলায় কাজের ভুবন জুড়ে
রেখে যায় চেনা অচেনা মুহূর্ত জুড়ে।


যায় বললেই যাওয়া হয়
খড়কুটো মাটি ছাইয়ে মিশতে হয়।
ভালবাসায় মন্দবাসায় একটু করে ক্ষয় হয় ।


সকালের খবর মিথ্যে  
বিনা মেঘে বিদ্যুৎ চমক মিথ্যে
''সে আর নেই'' খবরেটা পুরোপুরি মিথ্যে।


চোখের জল কি অবিশ্বাস!
এই যে হাহাকার সেটাও কি অবিশ্বাস !
আর এই যে একবুক শুন্যতা সেটাইতো বিশ্বাস!


ওর প্রিয়জন কাঁদছে
পোষা পাখিটাও যেন কাঁদছে
অকালে ফুরিয়ে যাওয়ায় সময় ও কাঁদছে।