আজ মেঘ করুক
আকাশ কালো করে মেঘ জমুক
এমন অদ্ভুত মেঘ আগে যেন কেউ দেখেনি।
শত্রুর বুকে ও যেন কম্পন জেগে ওঠে
মৃত্যু ভয়ে শত্রু ও যেন ককিয়ে ওঠে ।


আজ বৃষ্টি আসুক
মুষলধারে রুগ্ন পৃথিবীতে বৃষ্টিতে ভিজুক
সব কিছু ক্লেদ কালিমা ধুয়ে মুছে সাফ হোক।
দুরাত্মা ও যেন চমকে ওঠে কঠিন মৃত্যু ভয়ে
তার দিনে দিনে এই বারবারন্ত মানা যায় না।


আজ আগুন জ্বলুক
প্রতি মানুষের ক্ষোভে সে আগুন দাবানল হোক
এই পৃথিবীর দূষণ জ্বলে পুড়ে খাক হয়ে যাক ।
বক সাদা পাখির ডানায় আবার মুক্তি আসুক
নির্মল সবুজ পৃথিবী আমাদের ঘিরে থাকুক ।