যুদ্ধে যদি আমি মারা যাই,  কফিনবন্দি আমার লাশ
            আমার বাড়িতে পাঠিয়ে দিও।
চকচকে ওই পদকগুলো, আমার বুকের উপর রেখো  
            শহিদ হয়েছে ছেলে ,আমার মাকে বলে দিও।
আর কোনদিন দুশ্চিন্তায়, কাটাতে হবেনা রাত্রি
            প্রিয় আমার বাবাকে বলে দিও ।
এখন থেকে দুচাকার চাবি,  থাকবে ভাইএর কাছে
           মন দিয়ে ওকে পড়তে বলে দিও।
কামিনী গাছের আড়াল থেকে, মুখ লুকিয়ে কাঁদছে কেউ
           ও যেন মনসঙ্গী খুঁজে নেয়, একটু বলে দিও।
ফিরব আবার দীর্ঘ ঘুমের শেষে, আমার আপন দেশে
         দিশেহারা আমার বোনের চোখ মুছিয়ে দিও ।
আবার জন্মে যুদ্ধে যাব, দুহাত দিয়ে দেশ বাঁচাবো
          কেউ যেন না কাঁদে তখন দেশকে বলে দিও ।