কিছু কিছু মানুষ খুব তাড়াতাড়ি
ভুলে যেতে চায়।
ভুলে যেতে পারে সম্পর্কের গভীরতা।
তাঁর কাছে কোন বিষয় নয় সম্পর্কের নিবিড়তা।
শিকড় ছেঁড়ার যন্ত্রণা একেবারেই অনুভব করেনা।
তাই, নিমেষে উপড়ে ফেলতেও দ্বিধাবোধ করেনা।


ভুলে যায় চারা গাছ বড় হতে যত্ন লাগে
বেড়া দিয়ে রাখতে হয়, পাছে তাঁর ক্ষতি হয়!
যখন সে বড় হয়ে আকাশের মতন।
পল্লবিত হয় ফুল ফল লতাপাতায়।
তখন সে নিজমূর্তি ধারন করে।
এগিয়ে আসে হালুম করে,
নখ দাঁত অহঙ্কারে শানিয়ে নিয়ে,
রক্তচক্ষু দেখিয়ে ঝাঁপিয়ে পড়ে।
সম্পর্কের ওপারে যে বা যিনি থেকে যায়,
অবাক হয়, রক্তাক্ত হয়, দু চোখ হয় ঝাপসা।
ব্লটিং পেপারের মতন সম্পর্ক হয় রক্তশন্য


কেউ কেউ আরও সুনিপুণ ভাবে
মত্ত হয়ে ওঠে কপট পাশা খেলায়।
মুখে মধুর হাসি রেখে বিষপাত্র উবুর করে।
ওপারের মানুষটা বুঝতেই পারেনা। কি তাঁর দোষ?
বাজি ধরে সম্পর্ক ছেদন করে।
তারপর দূরে দাঁড়িয়ে মজা দেখে
হা হা রবে হেসে ওঠে নিষ্ঠুর ক্রুরতায়।
নিজেকে মনে করে আমিই এখন মহা বলিয়ান।