সম্পর্ক পাতায় তুমি আমি থাকব বলে
সম্পর্কের দিন রাত মুখরিত ভালবাসার আল্পনায় ।
সম্পর্কে চঞ্চলতা একসময় ফুরায়
নদীর নাব্যতার মতন গভিরতা হারায়।
উপনদী শাখানদীর মতন বয়ে যায়।


সম্পর্ক যেন সিঁড়ি
ধাপে ধাপে সে সূর্যের দিকে ধায়।
শিখরে পৌঁছে পদানত সিঁড়িকে ভুলে যায়।
হয়তো আত্ম অহঙ্কারের গরিমায়।
আজীবন কেউ মনে রাখে অসীম কৃতজ্ঞতায়


সম্পর্ক বড় মধুর সংগীতময়
সুরে আলাপে জগতে আলোড়ন জাগায়।
সৌরভটুকু নিয়ে এক পৃথিবী আনন্দময়।
অমৃত যারা নেবার নিয়ে চলে যায়।
সাপের খোলসে কেউ কেউ গরল রেখে যায়।


সম্পর্ক কি স্বার্থ দিয়ে নির্মাণ?
সম্পর্ক কাঁচের দেওয়াল ফাটল দেখা দেয়।
বার্তা পৌছায় না তবু রোজকার সাক্ষাৎ হয়।
তখন নকল হাসি হেসে বলতেই হয়।
এইতো বেশ আছি, দিন ভালই কেটে যায়।