নীল ডানা ছড়িয়ে দিয়েছি আকাশে
          পালকে মেঘের গন্ধ ।
এবার ফিরব রাতের জন্য মাটিতে
      শেষ বিকেলের রোদ্দুর নিয়ে ।
ঝোপের ভিতর লিলি ফুলগুলো
       হটাত করে পাপড়ি মেলে দেয় ।
কালো পর্দাটা কেউ টেনে দিতেই
        প্রদীপের আলো জ্বলে ওঠে।
পথ ভুলে গেছে দুধের এক বাছা
         ঘন ঘন মাকে ডেকে যায় ।
বুকের গভীরে কতনা কথা জমে
          কাকে বলি কেইবা শোনে ।
ব্যথা আর যন্ত্রণা যেন সোনার মোহর
          কিছুতেই বিক্রি হয়না ।