আতঙ্ক
ছেড়ে ছাড়ছেনা।
কড়া নেড়ে চলেছে
শুরুর দিন থেকে অদ্যাবধি ।
চোখ রাঙিয়ে চলেছে ঝড়ের তান্ডব!
বৃষ্টি মাঝে মাঝে আঙ্গুল তুলে শাসায় ।
সবজি সব শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যায় রত,
আকাশ কালো করে ধেয়ে আসে পতঙ্গ সারি সারি ।
অন্তর্যামী অলক্ষ্যে অনর্গল হা হা রবে অট্টহাস্য হেসে চলে ।
চালচুলো হীন মানুষগুলো অসহায় হাহুতাশে চোখের জলে মোছে।