এরা তো সেইদিন গেছে মরে
যেদিন মেরুদণ্ড বেচলো বাজার দরে।
এখন জাবর কাটছে ইতি উতি
নকল ঘাসের জমিকে কেন্দ্র করে।

এরা রাতকে বলে দিন
জলকে বলে তেল।
এরা যেন ঠিক দম দেওয়া
এক কলের পুতুল।
নির্দেশ পেলে নাচে  
গায়'তে বললে গায়।
আঁকতে বললে আঁকে
মুণ্ডু মাথা বুঝিনা ছাই।।

কিসের জন্য বিকিয়ে মাথা
বলছে সত্য ঢেকে মিথ্যে কথা।
মানি আমরা এলেবেলে
তাওতো বুঝি সবটা।
যখন আগুনেতে পুড়ছে মানুষ
তখন কী মানায় মুখে হাসিটা।
আমরা সোজাসাপটা বুঝি
সময়ের হাত ধরে সময়ের পথে চলি
সত্যি যেটা ঘটছে সোচ্চারে তাই বলি।










কালিকাপুর
২৯/০৩/২০২২