সত্যি ক্ষতি কি হতো যদি একটা প্রেমপত্র থাকত
           এই রুক্ষ জীবনটা হয়তো বদলে যেত।
বদলে যেত মাটির রঙ, গাছের পাতার রঙবদল,
কাকের কা কা ধ্বনি মনে হত বুঝি নায়টিঙ্গেল;
ধুনুরির তুলো ধোনা যেন রবাব বাজে দিন রাত্র।
চিনিবিহীন চায়ের কাপ লাগত সুরার পানপাত্র;
উরন্ত কেশে দেখে নিতে আরব্য রজনীর গল্পগুলি,
এই চরণ যুগলে শোভা পেত কোমল কুসুমকলি;
হতে পারতে কালিদাস, মেঘদুত নতুন করে লিখতে
বাতায়ন উন্মুক্ত করে চাতকীর মত তাঁর অপেক্ষাতে।
জানো,এই ইচ্ছাটুকু নিয়ে রাত জাগি একা একাই।
সবগুলোই সৌজন্যমুলক, একটাও নীলখাম নেই  ।
সত্যি ক্ষতি কি হতো যদি একটা প্রেমপত্র পাঠাতে  
     তোমার ধুসর জীবনটা হয়তো বদলে দিতাম।